রংপুরের তারাগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
Reporter Name
/ ২৭৮
Time View
Update :
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
Share
মোঃ নাজিম ইসলাম,স্টাফ রিপোর্টারঃ রংপুরের তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রী কলেজ মাঠে মুক্তিযোদ্ধা কমান্ডার ও তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আলী হোসেন ফুল দিয়ে বিজয় দিবস এর শুভেচ্ছা বিনিময় করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন এর সাথে। আজ (১৬ই ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪ টার সময় উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা,শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনাব্বর হোসেনের। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন ফুল দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা,শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সকলকে। আলোচনা সভায় প্রথমে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের আয়বায়ক আলী হোসেন, তিনি বলেন প্রশাসনকে ধন্যবাদ জানাই অতি দ্রুত বীর মুক্তিযোদ্ধা যোগেশ দম্পতি হত্যাকাণ্ডের কুলুলেস মামলায় জরিত মোরসালিনকে তথ্য প্রযুক্তির সাহায্যে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য। সেই সাথে তিনি উপজেলায় বসবাসকারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা জোরদারে দাবি জানিয়েছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল আলম বলেন, সমুক্ষ যুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছে ও যারা অংশগ্রহণ করেছে এবং যারা বীরঙ্গনার শিকার হয়েছে তাদের সম্মান শ্রদ্ধা জানিয়ে বলতে চাই দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের নিরাপত্তা জোরদার শুধু নয় তাদের পাশে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা রয়েছেন এবং থাকবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন,দেশের বীর সন্তানদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এ এদেশ এগিয়ে যাবে। এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় দেশের বীর সন্তানেরা এগিয়ে আসবে আবু সাঈদ, মুগ্ধ হয়ে। তিনি আরো বলেন মুক্তিযোদ্ধার পরিবার দের নিরাপত্তা সব সময় ছিল ভবিষ্যতে আরো জোরদার করা হবে।