মোঃনাজিম ইসলাম,স্টাফ রিপোর্টারঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা তারাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করেছেন। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার হারিয়ারকুটি ইউনিয়নের খারুভাজ গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খারুভাজ গ্রামের হালিমের ১৪ বছরের মেয়ে হাসনা হেনার বিয়ের কথা ছিল রোববার। গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা তরাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিয়ে বাড়িতে অভিযান চালায়। এ সময় ইউএনও এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের অভিভাবকরা পালিয়ে যান।
পরে স্থানীয়দের সহযোগিতায় মেয়ের বাবা কে বাল্যবিবাহ আইন ২০১৭ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে মেয়ে বিয়ে দিবে না বলে মচলেকা আদায় করা হয়।