মোঃ জাকিরুল হাসান জিবন, স্টাফ রিপোর্টারঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার সোস্যাল মিডিয়ার ভাইরাল সেই দৃষ্টি প্রতিবন্ধী ও প্যারালাইসিস অসহায় ব্যাক্তিকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান। গত দুইদিন আগে উপজেলার চ্যানেল এস এর প্রতিনিধী নাজিম ইসলাম এর ফেজবুক আইডির একটি ভিডিও পোস্টে একজন দৃষ্টি প্রতিবন্ধী প্যারালাইসিস অসহায় ব্যাক্তির করুণ দশার দৃশ্য দেখা যায়। সেই ভিডিওতে একজন অসহায় যুবককে তার বাবার জন্য একটি হুইল চেয়ার সহায়তা চাইতে দেখা যায়।
জানা যায়,উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম কুর্শা মুন্সিপাড়া গ্রামের,দৃষ্টি প্রতিবন্ধী অসহায় বৃদ্ধ আব্দুল জব্বার দীর্ঘদিন থেকে প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে জীবন যাপন করছেন। তাকে গোসল করানো থেকে শুরু করে,কোথাও নিতে হলে কোলে করে নিতে হয়। একটি হুইল চেয়ার ক্রয়ের সমর্থ্য তার পরিবারের নেই। আজ (৬ই জানুয়ারী) মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন,সেই প্রতিবন্ধী ও প্যারালাইসিস অসহায় আব্দুল জব্বার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার,শুকনো খাবার এবং একটি কম্বল সহায়তা করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের তৎক্ষণাৎ সহায়তা পেয়ে আব্দুল জব্বার বলেন সরকারি সহায়তা এতো দ্রুত পাবো ভাবিনি।
সাংবাদিক নাজিম বলেন,স্থানীয় একজনের কাছে আব্দুল জব্বারের অসহায়তের খবর পেয়ে তৎক্ষনাৎ তার করুণ অবস্থা নিয়ে একটি ভিডিও আমার ফেজবুক আইডিতে পোস্ট করি। ভিডিও পোস্ট করার ২০ মিনিটের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন,আমাকে কল দিয়ে জানান আব্দুল জব্বার কে সহায়তা করবে উপজেলা প্রশাসন। আজকে আব্দুল জব্বারকে হুইল চেয়ার,শুকনো খাবার এবং একটি কম্বল সহায়তা করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, উপজেলার প্রান্তিক প্রর্যায়ের অসহায় হত দারিদ্র্য মানুষদের সহায়তা করা আমাদের দায়িত্ব। আমরা নিয়মিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি। এরপরও কেউ যদি পিছিয়ে যায়, তার তথ্য আমাদের নজরে আসলে আমরা তৎক্ষনাৎ সহায়তার হাত বারিয়ে দেয়।