মোঃনাজিম ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস এর ভেতর থেকে একটি থ্রি হুইলা অটোরিকশা (অনটেক্স) গাড়ি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ১২ টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসের ভিতরে থ্রি হুইলার অটোরিকশাটি দাঁড় করে রেখে ২য় তলায় একজন যাত্রীর সঙ্গে ওষুধ নিতে যান চালক। এ সময় সুযোগ বুঝে চোরচক্রথ্রি হুইলার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
২য় তলায় গেলে যাত্রিবেশে চোর চক্রের সদস্য কৌশলে চালক কে রেখে পালিয়ে যান। এসে গাড়ি না পেয়ে চালক বিষয়টি স্থানীয়দের জানিয়ে তারাগঞ্জ থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।
এ বিষয়ে রংপুরের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন চুরির ঘটনা নিশ্চিত করে জানান। “গাড়িটি উদ্ধারে আমাদের অভিযান চলছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে এবং দ্রুত গাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয়রা