জাকিরুল হাসান জিবন,স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা পুরস্কার পেলেন তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
গত (০৩ জানয়ারি) শনিবার সকাল ১০ সময় “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুর সমাজসেবা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে উপ-পরিচালক সমাজসেবা রংপুর অনিল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ,পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা।
এ সময় তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর হাতে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তার সম্মাননা পুরুষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,সমাজের হতদরিদ্র,অসহায়, অবহেলিত,প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করায় আমার দায়িত্ব। আমি শুধু ন্যায় ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করেছি। তবে যেকোনো সম্মাননা পুরস্কার কাজের গতি ও দায়িত্ব বাড়িয়ে দেয়।