জাকিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টারঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলাধীন তারাগঞ্জ বাজার এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় লিয়ন (৩২) নামের এক যুবককে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত লিয়ন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে।
তারাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি)
আসমা উল হুসনা বলেন- মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে এবং জনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।