কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে জামাইয়ের গাড়ীর ধাক্কায় এন্তাজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
আসামীরা হলেন- বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি পাগলাটারি এলাকার মজিদুল ইসলামের ছেলে তাহের (২৭) তার স্ত্রী মিস্টি বেগম (২২), শরিফুল ইসলামের ছেলে আব্দুর নুর (২২) ও রবিউল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামের তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ের প্রায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী তার বাবার বাড়িতে চলে আসেন। এতে গতকাল দুপুরের দিকে আসামীরা তাকে নিতে আসেন।এতে এন্তাজুল হক ও তার ছেলে মেয়েকে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেট কারে তুলে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে এন্তাজুল হক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। এঘটনায় নিহতের শালা বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরও বলেন, এঘটনায় নিহতের শালা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় নিহতের জামাইকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান চলমান আছে।